• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নাইজারের কাছে ‘নতি’ স্বীকার ফরাসি প্রেসিডেন্টের


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ২৫, ২০২৩, ১০:০৯ এএম
নাইজারের কাছে ‘নতি’ স্বীকার ফরাসি প্রেসিডেন্টের

ঢাকা: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, তার দেশ নাইজার থেকে তাদের রাষ্ট্রদূত এবং সেনা সরিয়ে নেবে। এর মাধ্যমে নাইজার জান্তা সরকারের দাবি মেনে নিল ম্যাক্রন। আজ সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল রোববার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘ফ্রান্স সিদ্ধান্ত নিয়েছে নাইজার থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করা হবে। পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে আমাদের রাষ্ট্রদূত এবং বেশ কয়েকজন কূটনীতিক ফ্রান্সে ফিরে আসবেন।’

ম্যাক্রন আরও বলেছেন, নাইজারে সামরিক সহযোগিতা সমাপ্তি এবং নাইজারে থাকা এক হাজার ৫০০ ফরাসি সেনাকে এই বছরের মধ্যে ফিরিয়ে আনা হবে। 

গত ২৬ জুলাই পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সামরিক অভ্যুত্থান হয়। সেদিন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে আটক করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী।

ওই সময় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সেনাবাহিনীর অভ্যুত্থানের নেতৃত্বে থাকা কর্নেল আমাদু আবদরামান এক বিবৃতিতে জানিয়েছিলেন, নাইজারের প্রেসিডেন্টকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। 

পরবর্তী সময়ে নাইজার জান্তা সরকার দেশটিতে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ও সেনাদের দেশে ফিরে যাওয়ার দাবি করে আসছিল। এ নিয়ে জান্তা সরকার অধীনে বিক্ষোভও হয় কয়েক দফায়। এরপর ফ্রান্সের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করে নাইজারের জান্তা সরকার। সেইসঙ্গে ফরাসি রাষ্ট্রদূতকে দেশ থেকে বহিষ্কার করতে পুলিশকে নির্দেশ দেয়। 

শেষমেশ ম্যাক্রন গতকাল নিশ্চিত করলেন, সেনা ও রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিচ্ছে ফ্রান্স। 

এমএস

Wordbridge School
Link copied!