• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

ইসরায়েলি হামলায় গাজায় ধ্বংস হয়েছে আড়াই লাখ বাড়িঘর


আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ১, ২০২৩, ০৩:১২ পিএম
ইসরায়েলি হামলায় গাজায় ধ্বংস হয়েছে আড়াই লাখ বাড়িঘর

ঢাকা: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় প্রায় আড়াই লাখ বাড়িঘর ধ্বংস হয়েছে।

গাজা প্রশাসনের গণমাধ্যম দপ্তর এ তথ্য জানিয়েছে।

আরও বলা হয়েছে, গাজায় প্রায় ৫০ হাজার পরিবার গৃহহীন হয়ে পড়েছে। বেশির ভাগ বাড়িঘর ধ্বংস হয়েছে গাজা নগরীসহ উপত্যকার উত্তরাঞ্চলে।  

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। জবাবে ওই দিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।

এর মধ্যে জেরুজালেমসহ ফিলিস্তিনের কয়েকটি জায়গায় আশ্রয়শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া গাজা থেকে পালানোর সময় বেসামরিক লোকজনের ওপর ইসরায়েলি বাহিনীর বিমান হামলা চালানোর খবর এসেছে। হামলা হয়েছে গাজার হাসপাতালেও।

গাজায় ইসরায়েলের হামলায় নিহত হওয়ার সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গেছে। নিহত ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ১৫০টি শিশু এবং ৪ হাজার নারী রয়েছেন।

এআর

Wordbridge School
Link copied!