• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিশ্বে নজির গড়ে বেনজিরের মেয়ে হচ্ছেন পাকিস্তানের ফার্স্ট লেডি!


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১১, ২০২৪, ০৩:২২ পিএম
বিশ্বে নজির গড়ে বেনজিরের মেয়ে হচ্ছেন পাকিস্তানের ফার্স্ট লেডি!

ঢাকা : পাকিস্তানের ফার্স্ট লেডি হচ্ছেন দেশটির নতুন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর মেয়ে আসিফা ভুট্টো।

স্থানীয় সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়,পাকিস্তানের প্রেসিডেন্ট ফার্স্ট লেডি হিসেবে তাঁর মেয়ের নাম ঘোষণা করবেন।

সাধারণত প্রেসিডেন্টের স্ত্রী হন ফার্স্ট লেডি। তবে ২০০৭ সালে জারদারির স্ত্রী বেনজির ভুট্টো আততায়ীর হাতে নিহত হন। আর এ কারণে মেয়েকে ফার্স্ট লেডি ঘোষণা করতে যাচ্ছেন জারদারি।সূত্র জানায়, আনুষ্ঠানিক ঘোষণার পর আসিফা ফার্স্টলেডির প্রটোকল ও সরকারি সব সুযোগ-সুবিধা পাবেন।

এই সিদ্ধান্তটি বিশেষভাবে লক্ষণীয় কারণ আসিফা ভুট্টো প্রথম নারী যিনি প্রেসিডেন্টের মেয়ে হিসেবে ফার্স্ট লেডি হচ্ছেন।

রোববার পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কোচেয়ারম্যান আসিফ আলি জারদারি। পাকিস্তানের প্রেসিডেন্ট পদ নিয়ে ভোট হয় শনিবার। এতে ৪১১ ভোট পান আসিফ আলি জারদারি। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী পিকেএমএপির চেয়ারম্যান মেহমুদ খান আসাকজাই পান মাত্র ১৮১ ভোট। এরপর আসিফ আলি জারদারিতে জয়ী ঘোষণা করে পাকিস্তানের নির্বাচন কমিশন ইসিপি।

এ নিয়ে দ্বিতীয় বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন তিনি। এর আগে ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত জারদারি পাকিস্তানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

এমটিআই

Wordbridge School
Link copied!