• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পানামা খাল কব্জায় নিতে ‘সামরিক পদক্ষেপ’ নেবে যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১৪, ২০২৫, ০৮:১৮ পিএম
পানামা খাল কব্জায় নিতে ‘সামরিক পদক্ষেপ’ নেবে যুক্তরাষ্ট্র

ঢাকা : পানামা খালে যুক্তরাষ্ট্রের পূর্ণ প্রবেশাধিকার নিশ্চিতে সামরিক পদক্ষেপের চিন্তা করছে পেন্টাগন। হোয়াইট হাউসের অনুরোধে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে যুক্তরাষ্ট্রের চলমান প্রবেশাধিকার নিশ্চিত করতে পেন্টাগন বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। ফাঁস হওয়া ট্রাম্প প্রশাসনের অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা নির্দেশিকার নথিতে এমন তথ্য পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাতে বৃহস্পতিবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পানামা খালে যুক্তরাষ্ট্রের পূর্ণ প্রবেশাধিকার নিশ্চিত করতে মার্কিন সামরিক বাহিনীকে অবশ্যই কাজ করতে হবে।

রয়টার্সকে ওই কর্মকর্তা বলেন, নতুন প্রশাসন পানামা খালে প্রবেশাধিকার সুরক্ষিত করতে সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরেক কর্মকর্তা বলেন, প্রবেশাধিকার সুরক্ষিত করতে মার্কিন সামরিক বাহিনীর কাছে পানামার সামরিক বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারত্ব নিশ্চিত করাসহ সম্ভাব্য বিকল্প রয়েছে।

পেন্টাগন সর্বশেষ ২০২২ সালে একটি জাতীয় প্রতিরক্ষা কৌশল প্রকাশ করেছিল। এটি একটি নথি যা সামরিক বাহিনীর অগ্রাধিকার নির্ধারণ করে।

অন্তর্বর্তীকালীন নথিটি প্রথম প্রকাশ করে সিএনএন। এর আগে বৃহস্পতিবার এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউস পেন্টাগনকে পানামা খালের বিকল্প ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। তবে এ ব্যাপারে পেন্টাগন কোনো মন্তব্য করেনি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগত খালটি ‘পুনরুদ্ধারের’ লক্ষ্যে বিকল্প বিবেচনা করছেন এমন খবরের মধ্যে পানামা সরকার বলেছে, তারা তার সার্বভৌমত্ব রক্ষায় ‘দৃঢ়’ থাকবে। তিনি বলেন, এটা পরিষ্কার করে বলা— খালটি পানামানিয়ানদের এবং তাই থাকবে।

এমটিআই

Wordbridge School
Link copied!