• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

উত্তেজনা প্রশমনে যোগাযোগ করেছে ভারত-পাকিস্তান


আন্তর্জাতিক ডেস্ক মে ৯, ২০২৫, ০৬:০৫ পিএম
উত্তেজনা প্রশমনে যোগাযোগ করেছে ভারত-পাকিস্তান

ঢাকা: ভারত ও পাকিস্তানের মধ্যে জাতীয় নিরাপত্তা পর্ষদ (এনএসসি) পর্যায়ে যোগাযোগ হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত রিজওয়ান সাইদ শেখ। বৃহস্পতিবার (৮ মে) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।

যদিও জাতীয় নিরাপত্তা পর্ষদের মধ্যকার এই যোগাযোগের বিস্তারিত তথ্য তিনি প্রকাশ করেননি, তবুও রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, উত্তেজনা প্রশমনে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি এবং উস্কানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড বন্ধ করা উচিত।

সাইদ শেখ জানান, দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সাম্প্রতিক দুই দিনের সংঘর্ষের ফলে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, তা প্রশমনের মূল দায়ভার ভারতের ওপরই বর্তায়। তিনি বলেন, সংযম দেখানোরও একটি সীমা থাকে। পাকিস্তানের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে। দেশের ভেতরে জনগণের কাছ থেকে সরকারের ওপর পাল্টা জবাব দেওয়ার চাপ রয়েছে।

সাইদ শেখ আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়- বিশেষ করে যুক্তরাষ্ট্র উভয় পক্ষকেই সংলাপের পথে ফিরিয়ে আনতে চাপ দিচ্ছে। ওয়াশিংটন সরাসরি সংলাপ শুরু করার আহ্বান জানিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, বৃহস্পতিবার ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে ড্রোন হামলার অভিযোগ এনেছে। টানা দ্বিতীয় দিনের মতো চলা এই সংঘর্ষে দুই পক্ষের প্রায় চার ডজন মানুষ নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

সূত্র: রয়টার্স

আইএ

Wordbridge School
Link copied!