• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আমার কারণেই ভারত-পাকিস্তান সংঘাত হলো বন্ধ: ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক মে ১৩, ২০২৫, ০৯:৩৬ এএম
আমার কারণেই ভারত-পাকিস্তান সংঘাত হলো বন্ধ: ট্রাম্প

ফাইল ছবি

ঢাকা: ‘পরমাণু যুদ্ধ আটকে দিলাম’। ভারত-পাকিস্তানের সংঘাত বন্ধে এমন কৃতিত্ব দাবি করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১২ মে) হোয়াইট হাউসের এক কর্মসূচিতে তিনি জানান, ভারত-পাকিস্তান সংঘাত বন্ধের জন্য গর্বিত। দুই দেশকে বলেছিলাম, যুদ্ধ বন্ধ না করলে বাণিজ্য বন্ধ করে দেব।

ট্রাম্প বলেন, শনিবার (১০ মে) ভারত-পাকিস্তানের মধ্যে জরুরি ভিত্তিতে সংঘাত বন্ধে মধ্যস্ততা করে আমার প্রশাসন। পরমাণু শক্তিধর দেশ দুটি একে অপরের বিরুদ্ধে মারমুখী অবস্থানে ছিল। ভয়ংকর এ সংঘাত থামার কোনো লক্ষণই ছিল না। আমরা বলেছি, এবার থামো। যুদ্ধ যদি বন্ধ না করো, তবে কারও সাথেই কোনো বাণিজ্যিক সম্পর্ক থাকবে না। তৎক্ষনাৎ তারা সংঘাত বন্ধে রাজি হয়।

এর আগে, ভারত-পাকিস্তানের মধ্যকার যুদ্ধবিরতির কথা সোশ্যাল মিডিয়ায় প্রথম ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্পই। এরপর দুদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির কথা জানানো হয়।

এসআই

Wordbridge School
Link copied!