• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নেতানিয়াহু 

পুরো গাজা ইসরায়েলের নিয়ন্ত্রণে আসবে


আন্তর্জাতিক ডেস্ক মে ২২, ২০২৫, ০৯:৪৯ এএম
পুরো গাজা ইসরায়েলের নিয়ন্ত্রণে আসবে

ফাইল ছবি

ঢাকা: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধে শেষ পর্যন্ত গাজা উপত্যকা সম্পূর্ণরূপে ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে এবং হামাস পরাজিত হবে। খবর বিবিসির।

টেলিভিশনে প্রচারিত সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, হামাসকে পরাজিত করার জন্য ইসরায়েলের ‘স্পষ্ট ও ন্যায্য’ লক্ষ্য রয়েছে। আমরা শেষ পর্যন্ত এই লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের কাজ এখনও শেষ হয়নি। আমাদের একটি খুব সুসংগঠিত পরিকল্পনা আছে।’ 

নেতানিয়াহু আরও বলেন, ইসরায়েল গাজায় বহু সন্ত্রাসী এবং সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করেছে। তিনি আরও বলেন, হামাস নেতা মোহাম্মদ সিনওয়ারকে ‘সম্ভবত হত্যা’ করা হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘যদি জিম্মিদের মুক্ত করার জন্য একটি অস্থায়ী যুদ্ধবিরতির উপায় থাকে, তাহলে আমরা প্রস্তুত।’

এসময় নেতানিয়াহু মানবিক সংকট রোধের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তারপর গাজায় ত্রাণ সরবরাহের জন্য তিন ধাপের পরিকল্পনা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে গাজায় মৌলিক সহায়তা পণ্য পৌঁছে দেওয়া, ইসরায়েলি সামরিক বাহিনী দ্বারা সুরক্ষিত মার্কিন কোম্পানিগুলোর মাধ্যমে খাদ্য বিতরণ পয়েন্ট খোলা এবং গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য একটি অঞ্চল তৈরি করা।

বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হেনেছে, কিন্তু দেশটি এখনও ইসরায়েলের জন্য বড় হুমকি। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে ইসরায়েল এমন একটি চুক্তিতে পৌঁছানোর আশা করছে, যা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখবে।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, তিনি ‘ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্পষ্ট শর্তে’ যুদ্ধ শেষ করতে প্রস্তুত। শর্তের মধ্যে রয়েছে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া, হামাসকে অস্ত্র সমর্পণ করা, তাদের নেতৃত্বকে উপত্যকা থেকে নির্বাসিত করা এবং এলাকাটিকে সম্পূর্ণ নিরস্ত্র করা। যারা গাজা ছেড়ে যেতে ইচ্ছুক তারা চলে যেতে পারবেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, যারা এই লক্ষ্য অর্জনের আগে ইসরায়েলকে যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছে, তারা ‘গাজার দায়িত্বে হামাসকে রাখার’ আহ্বান জানাচ্ছে।

এসআই

Wordbridge School
Link copied!