• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রোফাইলে বাংলাদেশি পতাকা, ভারতে মুসলিম যুবক গ্রেপ্তার


আন্তর্জাতিক ডেস্ক মে ২২, ২০২৫, ০৩:০৯ পিএম
প্রোফাইলে বাংলাদেশি পতাকা, ভারতে মুসলিম যুবক গ্রেপ্তার

ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা ব্যবহার ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে সামসুদ্দিন মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

হুগলি জেলার তারকেশ্বর এলাকা থেকে বুধবার (২১ মে) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। খবর আনন্দবাজার পত্রিকার।

গ্রেপ্তার হওয়া সামসুদ্দিন মণ্ডল তারকেশ্বরের বালিগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, বুধবার বিকেলে এলাকার বেশ কয়েকজন বাসিন্দা সামসুদ্দিনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাকে গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভও হয়।

অভিযোগে বলা হয়, সামসুদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতবিরোধী এবং বাংলাদেশের জাতীয় পতাকা ব্যবহার করে বিভ্রান্তিকর পোস্ট দিয়েছেন।

তার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং পরে চন্দননগরের মহকুমা আদালতে হাজির করে।

হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় বলেন, একটি অভিযোগের ভিত্তিতে আমরা একজনকে গ্রেপ্তার করেছি। তিনি কেন এমন পোস্ট করেছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আইএ

Wordbridge School
Link copied!