• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হামলা হুমকি পেয়ে তাজমহলের নিরাপত্তা জোরদার


আন্তর্জাতিক ডেস্ক মে ২৫, ২০২৫, ০৫:৫০ পিএম
হামলা হুমকি পেয়ে তাজমহলের নিরাপত্তা জোরদার

ঢাকা: ফের বোমাতঙ্ক তাজমহলে। শনিবার সকালে কর্তৃপক্ষের কাছে বোমা বিস্ফোরণে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকির ইমেইল আসে। মেইল পাওয়ার পরই তাজমহলের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। রোববার (২৫ মে) এই খবর প্রকাশিত হয়।

ভারতের পুলিশ জানিয়েছে, তাজমহল চত্বরের একাধিক জায়গায় তল্লাশি চালালেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। সাব্বুক শঙ্কর নামে অজ্ঞাতপরিচয় এক ব্যাক্তির নামে কেরলা থেকে ওই মেইলটি করা হয়েছিল।

মিইল আসার পরই গোটা চত্বর ফাঁকা করে দেওয়া হয়। সরিয়ে নিয়ে যাওয়া হয় পর্যটকদের। আধাসেনা ও পুলিশ গোটা এলাকা ঘিরে রেখে প্রায় তিন ঘণ্টা ধরে তল্লাশি চালায়। এদিকে এই মেইল আসার পরই বাড়ানো হয়েছে তাজমহলের নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে বাড়তি আধাসেনার জওয়ান।

আগ্রা সিটির ডেপুটি পুলিশ কমিশনার সোমন কুমার বলেন, “মেইল আসার পরই গোটা এলাকা ফাঁকা করে ৩ ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়। তবে তেমন কিছু পাওয়া যায়নি। যতদূর জানা গিয়েছে, ওই মেইলটি কেরলা থেকে এসেছিল। তদন্তের জন্য সাইবার সেলে অভিযোগ জানানো হয়েছে।”

উল্লেখ্য, এর আগেও একাধিকবার হুমকি মেইল ও ফোন এসেছে পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহলে। তবে সেই হুমকি মেইল বা ফোনগুলি শুধুমাত্র ভয়ের পরিবেশ তৈরি করার জন্যই করা হয়েছিল বলে জানিয়েছিলেন পুলিশ অফিসাররা। এরই মধ্যে ফের ভুয়া মেইলে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল।

আইএ

Wordbridge School
Link copied!