• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মিয়ানমারের প্রেসিডেন্ট মিন্ট সোয়ে আর নেই   


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ৭, ২০২৫, ০৩:৪৫ পিএম
মিয়ানমারের প্রেসিডেন্ট মিন্ট সোয়ে আর নেই   

ঢাকা: না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মিয়ানমারের জান্তা সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে (৭৪)। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে মারা যান তিনি।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত বছরের জুলাইয়ে জান্তাপ্রধান মিন অং হ্লাইংয়ের হাতে দায়িত্বভার দিয়ে চিকিৎসাজনিত ছুটিতে গিয়েছিলেন মিন্ট সোয়ে।

২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হয়। উৎখাত করা হয় গণতান্ত্রিক নির্বাচিত সরকারকে। গ্রেফতার হন নোবেলজয়ী অং সান সু চিসহ গণতন্ত্রপন্থি নেতারা।

এরপরই মিয়ানমারের জান্তা জরুরি অবস্থা জারি করে। সেই সঙ্গে একজন জেনারেলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়। তিনিই মিন্ট সোয়ে।

মিয়ানমারের সামরিক তথ্য দফতর এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার রাজধানী নেপিডোর একটি সামরিক হাসপাতালে মারা গেছেন মিন্ট সোয়ে।

সামরিক তথ্য দফতর পৃথক বিবৃতিতে জানিয়েছে, প্রয়াত ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া হবে। তবে তারিখ এখনো জানানো হয়নি।


 
এর আগে মঙ্গলবার মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ের শারীরিক অবস্থা সংকটজনক।

তিনি গত ২৪ জুলাই থেকে নেপিডোর সামরিক হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন।

প্রেসিডেন্টের দায়িত্বে আসার আগে মিয়ানমারের আধা-বেসামরিক শাসন ব্যবস্থায় ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন মিন্ট।

বিভিন্ন ডিক্রি পাস করাতে এবং এক ধরনের ছদ্ম বৈধতা দেখাতে জান্তাকে তার ওপর অনেকটাই নির্ভর করতে হয়েছিল।

গত বছরের জুলাইয়ে তিনি চিকিৎসাজনিত ছুটিতে যান, দায়িত্বভার দিয়ে যান জান্তা প্রধান ও সশস্ত্র বাহিনীর কমান্ডার মিন অং হ্লাইয়েং হাতে।

এআর

Wordbridge School
Link copied!