• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফ্রান্সে পাঁচজনকে ছুরিকাঘাত, হামলাকারী নিহত


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৯:২৩ এএম
ফ্রান্সে পাঁচজনকে ছুরিকাঘাত, হামলাকারী নিহত

ঢাকা : ফ্রান্সে এক হামলাকারীর ছুরিকাঘাতে হোটেলের ম্যানেজার এবং তার ছেলেসহ মোট পাঁচজন আহত হয়েছেন। পরে হামলাকারী পুলিশের গুলিতে নিহত হন। ওই ব্যক্তি তিউনিশিয়ার নাগরিক বলে জানিয়েছে দেশটির পুলিশ। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানায়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর মার্শেইয়ে স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে এই ঘটনা ঘটে।

শহরটির প্রসিকিউটর জানান, তিউনিশিয়ান ওই ব্যক্তি দুটি ছুরি ও একটি ক্রোবার দিয়ে হামলা চালান। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। 

প্রসিকিউটর নিকোলাস ব্রেসন আরও জানান, হামলাকারী ফ্রান্সের বৈধ অভিবাসী ছিলেন। তবে তাকে ভাড়া পরিশোধ না করার কারণে তার হোটেল থেকে বের করে দেওয়া হয়েছিল।

পিএস

Wordbridge School
Link copied!