• ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প, স্বাগত জানালেন নেতানিয়াহু


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ১৩, ২০২৫, ০২:৫১ পিএম
ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প, স্বাগত জানালেন নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রক্রিয়া চলার মধ্যেই ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রথম ধাপে মুক্তিপ্রাপ্ত সাতজন জিম্মি ইতিমধ্যে ইসরায়েলে প্রবেশ করেছেন। এই সময়েই তেল আবিবের উপকণ্ঠে বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে ট্রাম্পের সরকারি উড়োজাহাজ ‘এয়ার ফোর্স ওয়ান’।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার স্ত্রী সারা নেতানিয়াহু। উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের উপদেষ্টা জ্যারেড কুশনার এবং তার স্ত্রী ও ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এয়ার ফোর্স ওয়ান থেকে টেলিভিশনে জিম্মিদের মুক্তির দৃশ্য সরাসরি দেখেছেন। তার প্রেস সচিব ক্যারোলাইন লেভিট জানান, ট্রাম্প এই ঘটনাকে “মানবিকতার বিজয়” হিসেবে দেখছেন।

জানা গেছে, ট্রাম্প আজ ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দেবেন। এ ছাড়া তিনি মুক্তিপ্রাপ্ত জিম্মিদের কয়েকটি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এসএইচ


 

Wordbridge School
Link copied!