• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পাকিস্তানের হামলায় ২৩ আফগান সেনা নিহত


আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ৮, ২০২৫, ০৮:০৪ এএম
পাকিস্তানের হামলায় ২৩ আফগান সেনা নিহত

পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে টানটান উত্তেজনার মধ্যে গত দুই দিনে পাকিস্তানি সেনাদের হামলায় আফগান তালেবান সরকারের অন্তত ২৩ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে পাক গণমাধ্যম দ্য নিউজ। রোববার (৭ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বেলুচিস্তানের চামান সীমান্তের বিশ্বস্ত সূত্র উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়।

সূত্রের দাবি, শুক্রবার মধ্যরাতে চামানের জামান সেক্টরে আফগান বাহিনী প্রথমে যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তের পাকিস্তানি পোস্টগুলোর দিকে ছোট অস্ত্র দিয়ে গুলি চালায়। এর পরপরই পাকিস্তানি সেনারা পাল্টা জবাবে আগুন খুলে দেয়।

প্রাথমিকভাবে হালকা অস্ত্র ব্যবহার করা হলেও, প্রায় ৪৫ মিনিটের গোলাগুলির পর পরিস্থিতি উত্তপ্ত হলে পাকিস্তানি বাহিনী ভারী অস্ত্র মোতায়েন করে। অভিযানে রকেট লঞ্চার, কামান ও হেভি মেশিনগান ব্যবহার করা হয়, যার ফলে তালেবানদের তিনটি সীমান্ত চৌকি ধ্বংস হয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এক নিরাপত্তা সূত্র দাবি করেছে, “সাধারণ আফগান নাগরিকদের ঝুঁকি এড়াতে লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করা হয়েছে।” তবে প্রথম দফার সংঘর্ষের পর আফগান সেনারা নিকটবর্তী জনবহুল এলাকায় অবস্থান নেয় এবং সেখান থেকে আবার গুলি ছোড়ে বলে অভিযোগ পাকিস্তানের।

প্রতিবেদন অনুযায়ী, আফগান বাহিনীর এই অবস্থান পরিবর্তনের পর পাকিস্তানি সেনারা জনবসতি এলাকাতেও সীমিত পরিসরে ভারী অস্ত্র ব্যবহার করতে বাধ্য হয়।
এম

Wordbridge School
Link copied!