• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আরও উর্ধ্বমুখী স্বর্ণের দর


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ১০, ২০২৫, ০২:২৪ পিএম
আরও উর্ধ্বমুখী স্বর্ণের দর

ফাইল ছবি

ঢাকা: মার্কিন অর্থনীতির দুর্বল তথ্য প্রকাশের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বেড়েছে। সোমবার (১০ নভেম্বর) স্পট গোল্ডের দাম ১ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে আউন্সপ্রতি ৪ হাজার ৫৩ দশমিক ৪০ ডলারে পৌঁছেছে। ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন স্বর্ণ ফিউচারও বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬২ দশমিক ৪০ ডলার। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সূত্রে এ তথ্য জানা যায়।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, বাজারে এখন স্বর্ণের চাহিদা বেড়েছে। বিনিয়োগকারীরা ধারণা করছেন, ফেড এখনো হার কমাতে পারে, যদিও ব্যাংক তা কম গুরুত্ব দিচ্ছে।

সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরি হ্রাস পেয়েছে, বিশেষ করে সরকারি ও খুচরা খাতে। এ ছাড়া ব্যবসাগুলো ব্যয় সংকোচন ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি গ্রহণের কারণে কর্মী ছাঁটাই বাড়িয়েছে। এদিকে, ভোক্তা আস্থাও প্রায় তিন বছর সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ৪০ দিনের দীর্ঘ সরকারি অচলাবস্থা (শাটডাউন) অর্থনীতিতে চাপ ফেলেছে।

বাজার বিশ্লেষণ প্ল্যাটফর্ম সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, বিনিয়োগকারীরা এখন ৬৭ শতাংশ সম্ভাবনা দেখছেন যে ডিসেম্বরে সুদের হার কমানো হতে পারে। সাধারণত সুদের হার কমলে স্বর্ণের দাম বাড়ে, কারণ এতে মুনাফাবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ বাড়ে।

অন্যদিকে, বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণভিত্তিক এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড এসপিডিআর গোল্ড ট্রাস্ট জানিয়েছে, তাদের স্বর্ণ মজুত বেড়ে শুক্রবার দাঁড়িয়েছে ১ হাজার ৪২ দশমিক ০৬ মেট্রিক টন, যা আগের দিনের তুলনায় সামান্য বেশি। এ ছাড়া, স্পট সিলভার বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ (আউন্সপ্রতি ৪৯ দশমিক ১৮ ডলার), প্লাটিনাম বেড়েছে ১ দশমিক ৩ শতাংশ (১ হাজার ৫৬৫ দশমিক ৩৬ ডলার) এবং প্যালাডিয়াম বেড়েছে দশমিক ৭ শতাংশ (১ হাজার ৩৮৯ দশমিক ৯৪ ডলার)।

পিএস

Wordbridge School
Link copied!