ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক বিরোধের জেরে এক মর্মান্তিক গুলি চালানোর ঘটনায় চারজন নিহত হয়েছেন। ভারতীয় বংশোদ্ভূত ৫১ বছর বয়সী বিজয় কুমার তার স্ত্রীসহ তিন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন বলে অভিযোগ।
গত শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) ভোররাতে, প্রায় আড়াইটার দিকে ব্রুক আইভি কোর্ট এলাকার একটি বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন— বিজয় কুমারের স্ত্রী মীমু ডোগরা (৪৩), গৌরব কুমার (৩৩), নিধি চন্দর (৩৭) এবং হরিশ চন্দর (৩৮)। তাদের মধ্যে অন্তত একজন ভারতীয় নাগরিক বলে আটলান্টায় অবস্থিত ভারতীয় কনস্যুলেট নিশ্চিত করেছে।
পুলিশ ও স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গুলি চালানোর সময় বাড়িতে উপস্থিত তিন শিশু নিজেদের রক্ষা করতে একটি আলমারির ভেতর আশ্রয় নেয়। তাদের মধ্যে একজন (১২ বছর বয়সী) দ্রুততার সঙ্গে ৯১১ নম্বরে ফোন করে জরুরি সহায়তা চায়, যার ফলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়। শিশু তিনজনই অক্ষত রয়েছে এবং বর্তমানে আত্মীয়দের তত্ত্বাবধানে আছে।
অভিযুক্ত বিজয় কুমারকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে চারটি করে অভিযোগ আনা হয়েছে— অ্যাগ্রাভেটেড অ্যাসল্ট, ফেলোনি মার্ডার এবং ম্যালিস মার্ডার; এছাড়া শিশু নির্যাতনের প্রথম মাত্রার একটি এবং তৃতীয় মাত্রার দুটি অভিযোগসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।
আটলান্টার ভারতীয় কনস্যুলেট জেনারেল এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং শোকাহত পরিবারকে সব ধরনের সম্ভাব্য সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে।
এসবিআর







































