• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

১৫ হাজার শ্রমিক নেবে যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ১৮, ২০১৭, ১০:০৯ এএম
১৫ হাজার শ্রমিক নেবে যুক্তরাষ্ট্র

ঢাকা: নতুন করে ১৫ হাজার শ্রমিক নেবে যুক্তরাষ্ট্র। কর্মী অভাবে হুমকির মুখে পড়া মার্কিন ব্যবসার ধস ঠেকাতেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি। মার্কিন সরকারের এই প্রতিষ্ঠানটির বরাত দিয়ে মঙ্গলবার (১৮ জুলাই) এই তথ্য নিশ্চিত করে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন শ্রমমন্ত্রী আলেক্সান্ডার কস্তার সঙ্গে বৈঠকের পর হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি জন কেলি এই সিদ্ধান্ত নেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘মার্কিন ব্যবসায়ীদের সহায়তা করতে হোমল্যান্ড সিকিউরিটি এই অস্থায়ী ভিসার অনুরোধ জানিয়েছে।’ কর্মীরা রিসোর্ট, সিফুড তৈরি সহ অন্যান্য কাজ করতে পারবে।

চলতি বছরেই জন কেলিকে ভিসা দেয়ার অনুমতি দিয়েছিলো কংগ্রেস। তবে এমন সিদ্ধান্তের বিরোধীতা করছেন কেউ কেউ। তাদের মতে, এতে করে মার্কিনীদের অনেকের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!