• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

খাদ্যে বিষক্রিয়ায় ২৯ শিশু অসুস্থ


আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ৩০, ২০১৭, ০৭:৩০ পিএম
খাদ্যে বিষক্রিয়ায় ২৯ শিশু অসুস্থ

ঢাকা: চীনের ইউনান প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কিন্ডারগার্টেনের ২৯ শিশু অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই শিশুরা খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, স্থানীয় সরকার একথা জানায়। শুক্রবার(২৯ ডিসেম্বর) বিকেলে ফুটাই কিন্ডারগার্টেনে সন্দেহজনক এই বিষক্রিয়ার ঘটনা ঘটে।

এটি উনানের রাজধানী কুনমিং নগরীর জিশান জেলার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র। অবশ্য, জেলা সরকার এক বিবৃতিতে জানিয়েছে, শিশুরা বমি করছিল ও তাদের পেটে ব্যথা হচ্ছিল। কিন্ডারগার্টেনের পক্ষ থেকে জিশান জেলা শিক্ষা ব্যুরোকে অবহিত করার পর জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়।

শিশুদের তিনটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!