• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

তিনদিনের অস্ত্রবিরতি তালেবানদের


আন্তর্জাতিক ডেস্ক জুন ৯, ২০১৮, ০২:৩৯ পিএম
তিনদিনের অস্ত্রবিরতি তালেবানদের

ঢাকা : ঈদ উপলক্ষে প্রথমবারের মত তিনদিনের অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে আফগান তালেবান। শুক্রবার (৮ জুন) দেয়া ঘোষণায় সরকারি বাহিনীর সঙ্গে অস্ত্রবিরতির কথা জানায় জঙ্গিরা।

তবে আফগানিস্তানে অবস্থানরত বিদেশি বাহিনী চুক্তির বাইরে থাকবে বলে জানানো হয়েছে। তবে কোন তিন দিন অস্ত্রবিরতি থাকবে সে বিষয়ে জানানো হয়নি।

একদিন আগেই বৃহস্পতিবার (৭ জুন) বিনাশর্তে তালেবানের সঙ্গে এক সপ্তাহের অস্ত্রবিরতির ঘোষণা দেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। অন্য জঙ্গি সংগঠন এই অস্ত্রবিরতির আওতায় পড়বে না বলেও জানান তিনি।

এর আগে ২০১৪ সালে একই ধরনের অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছিলেন আফগান প্রেসিডেন্ট।

সোনালীনিউজ/জেডআরসি/এমটিআই

Wordbridge School
Link copied!