ঢাকা: বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) ‘সমন্বিত সড়ক নিরাপত্তায় মিডিয়া ফেলোশিপ’ পেয়েছেন সাংবাদিক শামছুল ইসলাম। শনিবার বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান স্বাক্ষরিক এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
শামছুল ইসলাম সচিবালয় বিটে কাজ করছেন। তিনি নাটোর জেলা সাংবাদিক সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক। এ ছাড়াও শিপিং রিপোর্টাস ফোরামের (এসআরএফবি) কোষাধ্যক্ষ হিসেবে কাজ করছেন।
২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত শামছুল ইসলাম দৈনিক নয়া দিগন্তের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। ২০১৩ থেকে তিনি ঢাকায় নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় বিটে কাজ করছেন।
বিএনএনআরসি একটি গণমাধ্যম উন্নয়ন ও ডিজিটাল উন্নয়নবিষয়ক সংস্থা যা ২০০০ সালে আত্মপ্রকাশ করে। বিএনএনআরসির কর্মপ্রচেষ্টা হলো বাংলাদেশে গণমাধ্যম উন্নয়ন ও ডিজিটাল উন্নয়নের দ্রুত পরিবর্তনশীল বাস্তবতার চ্যালেঞ্জ এবং সুযোগ সুবিধাগুলো বিবেচনায় রেখে গণমাধ্যমের জ্ঞানভিত্তিক ও চলমান ইস্যু উভয়বিষয় নিয়ে গণমাধ্যমের উন্নয়ন এবং ডিজিটাল উন্নয়ন।
বিএনএনআরসি নলেজ-ড্রাইভেন মিডিয়া ও ডিজিটাল ডেভেলপমেন্টের ভূমিকায় আঞ্চলিক, দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করে থাকে। এটি জাতিসঙ্ঘের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) ও জাতিসঙ্ঘের ইকোনোমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের বিশেষ পরামর্শক মর্যাদা প্রাপ্ত সংস্থা এবং জাতিসঙ্ঘের ডব্লিউএসআইএস পুরস্কার ২০১৬, ২০১৭, ২০১৯, ২০২১ এবং ২০২৩-এর বিজয়ী এবং চ্যাম্পিয়ন।
আইএ