• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি সাংবাদিক নিয়াজ মাহমুদ


নিজস্ব প্রতিবেদক জুন ২১, ২০২৫, ০৪:১৫ পিএম
‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি সাংবাদিক নিয়াজ মাহমুদ

ঢাকা: বিশ্বের অন্যতম বড় যুব সংগঠন ‘গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট’র ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন বাংলাদেশের তরুণ সাংবাদিক আর এম নিয়াজ মাহমুদ। 

লেখনির মাধ্যমে যুবকদের সামাজিক কাজে উদ্বুদ্ধকরণ এবং অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তিনি এ পুরস্কারে মনোনিত হয়েছেন।

শনিবার (২১ জুন) নেপালের রাজধানী কাঠমান্ডুতে ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ সামিটে এ সম্মাননা তুলে দেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাঈ। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের যুবকদের ইতিবাচক কাজের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।

বরিশালের চাখারে জন্মগ্রহণ করা সাংবাদিক নিয়াজ মাহমুদ বর্তমানে বাংলাদেশের বহুল প্রচলিত ইংরেজি দৈনিক ‘দ্য বাংলাদেশ টুডে’-তে বিশেষ সংবাদদাতা হিসেবে কর্মরত। 

তিনি গত ১২ বছর ধরে দেশের অর্থনীতি, শেয়ারবাজার, বেসরকারি খাত, পোশাক খাত এবং দেশের বাণিজ্যিক সংগঠন নিয়ে রির্পোটিং করছেন।

 সাংবাদিক আর এম নিয়াজ মাহমুদ

এর আগে তিনি ইংরেজি পত্রিকা ‘দ্য বিজনেস পোস্টে’ জেষ্ঠ্য প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। তারও আগে ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন, দৈনিক শেয়ার বিজ এবং অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কমের নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করেছেন।

তরুণ এই সংবাদকর্মী ‘সিএসই-সিএমজেএফ ক্যাপিটাল মার্কেট বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড -২০১৭’ অর্জন করেন। নিয়াজ কর্মক্ষেত্রে অসামান্য দক্ষতা অর্জনের পাশাপাশি বিভিন্ন সাংবাদিক সংগঠন এবং সামাজিক সংগঠনের নেতৃত্ব দেন।

তিনি ঐতিহ্যবাহী ‘বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি’র ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) অর্থ সম্পাদক এবং ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

সাংবাদিকতার পাশাপাশি নিয়াজ মাহমুদ বরিশালের চাখারে ‘মোতালেব-রাবেয়া স্মৃতি পাঠগার ও কম্পিউটার ল্যাব’র প্রতিষ্ঠাতা পরিচালক এবং স্থানীয় একটি সামাজিক সংগঠন ‘সিপিজে সোসাইটি’র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

কাঠমান্ডুতে ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ সামিটে  সাংবাদিক নিয়াজ মাহমুদ

পেশাগত কারণে সাংবাদিক নিয়াজ বিভিন্ন দেশে আন্তর্জাতিক সংস্থাগুলোর সভায় অংশগ্রহণ করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংকের ২০২৪ সালের বসন্তকালীন সভায় অংশগ্রহণ করে সংবাদ প্রকাশ করেন। 

এছাড়াও তিনি দেশটির নিউইর্য়কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করেন। এর আগে তিনি চীন, দুবাই ও থাইল্যান্ডে অনুষ্ঠিত একাধিক সম্মেলনে যোগদান করেন।

এআর

Wordbridge School
Link copied!