• ঢাকা
  • সোমবার, ১৭ জুন, ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১

বুধবার আসছে চীনের উপহারের ৫ লাখ ডোজ টিকা


নিজস্ব প্রতিবেদক মে ১০, ২০২১, ১২:১২ পিএম
বুধবার আসছে চীনের উপহারের ৫ লাখ ডোজ টিকা

ফাইল ছবি

ঢাকা : আগামী বুধবার (১২ মে) দেশে পৌঁছাবে উপহার হিসেবে চীনের ৫ লাখ ডোজ করোনার টিকা। এমনটা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং।

সোমবার (১০ মে) ঢাকায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চীনের রাষ্ট্রদূত।

লি জিমিং বলেন, জি টু জি কিংবা বাণিজ্যিকভাবে বাংলাদেশে টিকা দিতে প্রস্তুত চীন। কিন্তু শুধু সিনোফার্ম কোম্পানিকে বাংলাদেশ সরকার জরুরি অনুমতি দেওয়ায় জটিলতা তৈরি হয়েছে। বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিতে দেরি না করলে আরও আগেই চীনের টিকা পেতে পারতো।

তিনি আরও বলেন, করোনা মোকাবিলায় বাংলাদেশসহ ৬ দেশের জোটে ভারতকে প্রস্তাব দেওয়া হলেও তারা এখনো জোটে যোগ দিতে প্রস্তুত নয়।

এর আগে ২৯ এপ্রিল রাশিয়ার পর দেশে চীনের টিকা সিনোভ্যাকের জরুরি অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদফতর। ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক জেনারেল মো. মাহবুবুর রহমান জানান আগামী এক সপ্তাহের মধ্যে চীনের দেওয়া উপহারের ৫ লাখ ডোজ টিকা আসবে। পরবর্তীতে দুই সপ্তাহের মধ্যে এ টিকার প্রয়োগ শুরু হবে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!