• ঢাকা
  • শনিবার, ২৫ মে, ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১

রকেট হামলার সেই জাহাজ থেকে বাংলাদেশিদের আকুতি (ভিডিও)


নিজস্ব প্রতিনিধি মার্চ ৩, ২০২২, ০২:৫৬ পিএম
রকেট হামলার সেই জাহাজ থেকে বাংলাদেশিদের আকুতি (ভিডিও)

ছবি : সংগৃহীত

ঢাকা : গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের অলিভিয়া বন্দরে পৌঁছায় বাংলাদেশের জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার দিনই ইউক্রেনের অলিভিয়া বন্দরে পৌঁছায় বাংলাদেশের জাহাজ। সেখানে হামলা শুরু হলে বন্দরের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে জাহাজে আটকা পড়েন ২৯ বাংলাদেশি নাবিক। ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের মধ্যেই বুধবার (২ মার্চ) রাতে বাংলাদেশি জাহাজটিতে রকেট হামলা হয়। এতে ওই জাহাজে থাকা নাবিক হাদিসুর রহমানের মৃত্যু হয়েছে, বাকিরা অক্ষত আছেন।

এদিকে জাহাজে থাকা ব্যক্তিদের শঙ্কার মধ্যেই দিন কাটছে। এমন অবস্থায় তাদের উদ্ধারের আকুতি জানিয়ে দুইটি ভিডিও বার্তা দিয়েছেন ওই জাহাজে থাকা নাবিকরা।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে এক নাবিককে বারবার বলতে শোনা যায়- আমাদের বাঁচান, কোনো জায়গা থেকে সাহায্য আসেনি।

প্রথম ভিভিওতে এক নাবিক বলেন, আমাদের জাহাজে একটু আগে রকেট হামলা হয়েছে। এতে একজন মারা গেছেন। আমাদের জাহাজে পাওয়ার সাপ্লাই নেই, ইমার্জেন্সি জেনারেটরে চলছে। আমরা মৃত্যুর মুখে সম্মুখীন, দয়া করে আপনারা আমাদের বাঁচান।

জাহাজটির অপর এক নাবিক আরেকটি ভিডিওতে বলেন, গুজব ছড়িয়েছে আমরা নাকি নিরাপদে পোল্যান্ডে চলে গেছি। এটা ভুল সংবাদ। আমাদেরকে এখান থেকে উদ্ধারের ব্যবস্থা করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইউক্রেন দাবি করেছে, যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও নিহতের নির্দিষ্ট সংখ্যা জানায়নি তারা। এ ছাড়া রাশিয়ার ৫ হাজার ৪৮০ সৈন্য নিহত হয়েছেন বলে দাবি ইউক্রেনের।

অন্যদিকে রাশিয়া দাবি করেছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং আরও এক হাজার ৬০০ জন আহত হয়েছে। এ ছাড়া রুশ হামলায় ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত এবং প্রায় ৩ হাজার ৭০০ জন আহত হয়েছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!