• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি


নিজস্ব প্রতিবেদক জুন ৬, ২০২৩, ০৮:২৬ পিএম
তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

ঢাকা: তুরস্ক থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের শপথ অনুষ্ঠানে যোগদানসহ ছয় দিনের সফর শেষে মঙ্গলবার (৬ জুন) দেশে ফিরেছেন রাষ্ট্রপতি। 

রাষ্ট্রপতি, তার পত্নী রেবেকা সুলতানাসহ সফর সঙ্গীদের বহনকারী একটি ভিভিআইপি বিমান সন্ধ্যা সাড়ে ৬টায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরের রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মন্ত্রিপরিষদ সচিব, কূটনৈতিক কোরের ডিন, বাংলাদেশ তুরস্কের রাষ্ট্রদূত, তিন বাহিনীর প্রধান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, আইজিপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব এবং অন্যান্য বেসামরিক ও সামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা।

এর আগে তুরস্কের রাজধানী আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর থেকে সকাল ৭টা ৪৩ মিনিটে (আঙ্কারা সময়) ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।

বিমানবন্দরে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুল হক, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি রাষ্ট্রদূত ওয়া তুঙ্গা কাগলি এবং আঙ্কারার ডেপুটি গভর্নর মুরাত সোয়লু এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বিদায় জানান।

রাষ্ট্রপতি গত ১ জুন রাত ১১টায় আঙ্কারায় গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আঙ্কারার উদ্দেশে ঢাকা ছাড়েন।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!