• ঢাকা
  • শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২ ফাল্গুন ১৪৩০

বাংলাদেশে সহযোগিতা স্থগিত করলো ইউএসএইড


নিউজ ডেস্ক জানুয়ারি ২৬, ২০২৫, ০৩:৫২ পিএম
বাংলাদেশে সহযোগিতা স্থগিত করলো ইউএসএইড

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা- (ইউএসএইড) বাংলাদেশে সহযোগিতা কার্যক্রম স্থগিত করেছে। রোববার (২৬ জানুয়ারি) এক চিঠিতে সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

চিঠিটিতে স্বাক্ষর করেন ইউএসএইডের অধিগ্রহণ ও সহায়তা তত্ত্বাবধায়ক চুক্তি কর্মকর্তা ব্রায়ান অ্যারন।  

ইউএসএইডের চিঠিতে বলা হয়, এই চিঠিটি সমস্ত ইউএসএইড বাংলাদেশের অংশীদারদের জন্য। এই চিঠি অংশীদারদের চুক্তি, টাস্ক অর্ডার, অনুদান, সমবায় চুক্তি বা সহায়তা সংক্রান্ত যেকোনো কাজ অবিলম্বে বন্ধ বা স্থগিত করার নির্দেশনা দেয়।

উল্লেখ্য, এরইমধ্যে মিশর ও ইসরায়েল বাদে বিশ্বের সব দেশের জন্য সহায়তা বন্ধের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। সেই নির্দেশনার জেরেই ইউএসএইড বাংলাদেশে তাদের সহায়তা প্রদান স্থগিত করেছে বলে চিঠিতে বলা হয়েছে।  
 
আইএ

Wordbridge School
Link copied!