• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিএনপির ২০ নেতা বহিষ্কার


সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানুয়ারি ২৯, ২০২৬, ০৭:১৮ পিএম
বিএনপির ২০ নেতা বহিষ্কার

ছবি : প্রতিনিধি

নারায়ণগঞ্জ: দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা ও সোনারগাঁও উপজেলা বিএনপির ২০ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে সংশ্লিষ্ট নেতাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতারা হলেন- সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি জি এম সাদরিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান শরিফ, সাংগঠনিক সম্পাদক আলী আকবর, সদস্য শামিম আহম্মেদ ঢালি।

এছাড়া বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতাদের মধ্যে রয়েছেন- ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুন্সি আলী আইয়ুব, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাসুদ করিম ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়া, ২নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আলী, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জামান মির্জা, ৯নং ওয়ার্ডের সভাপতি মাসুদুজ্জামান মন্টু এবং ১০নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. জামাল প্রধান।

সোনারগাঁও উপজেলা বিএনপির বহিষ্কৃত নেতারা হলেন- সহ-সভাপতি বজলুর রহমান, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাদ্দাম হোসেন ও জিয়াউল ইসলাম চয়ন, সদস্য খন্দকার আবু জাফর।

এছাড়া সোনারগাঁও পৌর বিএনপির সহ-সভাপতি পনির হোসেন এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিককেও বহিষ্কার করা হয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!