• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের প্রচার চালাতে পারবে না: ইসি


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৯, ২০২৬, ০৭:২৮ পিএম
সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের প্রচার চালাতে পারবে না: ইসি

ফাইল ছবি

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে গণভোটে ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর পক্ষে কোনো প্রচারণা চালাতে পারবেন না সরকারি কর্মকর্তা। তবে গণভোটের বিষয়বস্তু সম্পর্কে জনগণকে অবহিত ও সচেতন করার সুযোগ থাকবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্বাচন কমিশন সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে, কমিশনের ভাষ্যমতে, গণভোট অধ্যাদেশ-২০২৫ এবং আরপিও অনুযায়ী কোনো সরকারি কর্মচারী কোনো নির্দিষ্ট পক্ষের প্রচারে অংশ নিলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

ইসি জানায়, ‘হ্যাঁ’ এর পক্ষে বা ‘না’-এর পক্ষে প্রচারণা গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

চিঠিতে বিভাগীয় কমিশনার, ঢাকা/চট্টগ্রাম ও রিটার্নিং অফিসার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ঢাকা/চট্টগ্রাম/খুলনা ও রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক, (সকল) ও রিটার্নিং অফিসারদের এই নির্দেশ দেওয়া হয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!