• ঢাকা
  • শনিবার, ২১ জুন, ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২

বড় লিডের পথে বাংলাদেশ


নিজস্ব প্রতিবেদক:  জুন ২১, ২০২৫, ১১:০১ এএম
বড় লিডের পথে বাংলাদেশ

ঢাকা : গল টেস্টে বড় লিডের পথে এগোচ্ছে বাংলাদেশ। ম্যাচের পঞ্চম দিনে খেলা শুরু করেন মুশফিক আর শান্ত। শান্ত এখন পর্যন্ত ৭২ রান আর মুশফিক ৪০ রানে ব্যাট করছেন। আর বাংলদেশের সংগ্রহ ২১৩ রান।

শান্ত আর মুশফিকুর রহিমের দৃঢ়তায় চতুর্থ দিন শেষে বাংলাদেশের লিড ছিল ১৮৭ রানের। নাজমুল হোসেন শান্ত ৫৬ আর মুশফিকুর রহিম ২২ রান করেন। 

বাংলাদেশের প্রথম ইনিংসে ৪৯৫ রানের জবাবে ৪৮৫ করে অলআউট হয় শ্রীলঙ্কা। ফলে ১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে বাংলাদেশ। ইনিংসের অষ্টম ওভারে লঙ্কান অর্থোডক্স স্পিনার প্রভাত জয়সুরিয়ার বলে উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে ক্যাচ হন বিজয়। প্রথম ইনিংসে পেসার আসিথা ফার্নান্ডোর বলে উইকেট বিলিয়ে দিয়েছিলেন তিনি।

এরপর মুমিনুল হককে বেশ আত্মবিশ্বাসী দেখালেও ইনিংস বড় করতে পারেননি। ৪০ বল খেলে ১৪ রানে থামেন মুমিনুল। থারিন্ডু রত্নায়েকেকে সুইপ করতে গেলে বল ব্যাটের পর হেলমেটে লেগে ওপরে উঠে যায়, দুর্ভাগ্যজনকভাবে সাজঘরে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটার। ২ উইকেটে ৬৫ রান নিয়ে চতুর্থ দিনের চা-বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পরই টেস্ট ক্যারিয়ারের সপ্তম ফিফটি তুলে নেন সাদমান। সবশেষ ৭ ইনিংসে এটি তার তৃতীয় পঞ্চাশোর্ধ্ব ইনিংস। এর মধ্যে আছে একটি সেঞ্চুরিও। এবারও সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন সাদমান। কিন্তু ব্যক্তিগত ৭৬ রানে থারিন্ডু রথনায়েকের বলে এলবিডব্লিউ হয়ে ফিরতে হয়েছে তাকে। ১২৬ বলের ইনিংসে ৭টি বাউন্ডারি হাঁকান এই ওপেনার।

পিএস

Wordbridge School
Link copied!