• ঢাকা
  • রবিবার, ২২ জুন, ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২
উপদেষ্টা আসিফ মাহমুদ

যথাসময়ে রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন


নিজস্ব প্রতিবেদক জুন ৯, ২০২৫, ০৫:২৫ পিএম
যথাসময়ে রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন

ঢাকা: নির্বাচন কমিশন যথাসময়ে নির্বাচনের রোডম্যাপ দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন এবং ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 

সোশ্যাল মিডিয়ার গুজব যখন মূলধারার গণমাধ্যমে উঠে আসে, তখন তা জাতিগতভাবে আমাদের জন্য দুঃখজনক।

অনেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করে থাকেন। সোমবার (৯ জুন) সকালে কুমিল্লার মুরাদনগরে বিভিন্ন এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আসিফ মাহমুদ।

উপদেষ্টা বলেন, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের যে ডেট দেওয়া হয়েছে, তা মাথায় রেখে যথাসময়ে রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন। 

বলা হয়েছিল, স্থানীয় সরকার নির্বাচন দিলে জাতীয় নির্বাচন বিলম্ব হবে। কিন্তু যেহেতু প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের সময় বলেই দিয়েছেন, সুতরাং এখন তো অসুবিধা হওয়ার কথা নয়। 

স্থানীয় সরকারের জনপ্রতিনিধি না থাকায় দৈনন্দিন সেবাগুলো থেকে জনগণ বঞ্চিত হচ্ছে। স্থানীয় সরকারের অনেকগুলো স্তর আছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচনের আয়োজন করতে বলা হবে।

এআর

Wordbridge School
Link copied!