• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাংলাদেশের রাজনৈতিক সংস্কারে সহায়তায় আগ্রহী কমনওয়েলথ


নিজস্ব প্রতিবেদক জুন ১১, ২০২৫, ০৯:৩১ এএম
বাংলাদেশের রাজনৈতিক সংস্কারে সহায়তায় আগ্রহী কমনওয়েলথ

ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সংস্কারে সহায়তার আগ্রহ প্রকাশ করেছে কমনওয়েলথ। সংগঠনটির মহাসচিব শার্লি আয়র্কর বোচওয়ি মঙ্গলবার লন্ডনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে এ আগ্রহের কথা জানান।

কমনওয়েলথ মহাসচিব বলেন, “বাংলাদেশ চাইলে আমরা সহায়তা দিতে প্রস্তুত, বিশেষ করে সংবিধান সংশোধনের মতো ক্ষেত্রে।”
 
তিনি আরও জানান, আগামী পাঁচ বছরে গণতন্ত্র ও সুশাসনকে উৎসাহ দেওয়া কমনওয়েলথের অন্যতম প্রধান অগ্রাধিকার। এর পাশাপাশি, সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সহায়তা করাও সংগঠনটির লক্ষ্য।

ঘানার নাগরিক বোচওয়ি বলেন, ২৭০ কোটির বেশি মানুষের প্রতিনিধিত্ব করা কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বর্তমানে বছরে প্রায় ৮৫০ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়। ভবিষ্যতে এই অঙ্ক কমপক্ষে ১ ট্রিলিয়নে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

তিনি উল্লেখ করেন, কমনওয়েলথের বহু সদস্য রাষ্ট্র জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এদের অনেকগুলো দেশ আকারে ছোট। “আমরা চাই এসব দেশ যেন জলবায়ু তহবিলে সহজে প্রবেশাধিকার পায়,” বলেন কমনওয়েলথ মহাসচিব।

এ সময় অধ্যাপক ইউনূস খেলাধুলার সম্ভাবনাকে কাজে লাগানোর এবং কমনওয়েলথের তরুণ জনগোষ্ঠীকে আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি একটি সামাজিক অনুশীলন। আমরা খেলোয়াড়দের উদ্যোক্তা হয়ে উঠতে উৎসাহ দিচ্ছি। খেলাধুলা কমনওয়েলথকে দীর্ঘদিন মনে রাখার একটি ভালো উপায় হতে পারে।”

রাজশাহীতে রেলপথ অবরোধ, সারা দেশের সঙ্গে যোগাযোগ বন্ধরাজশাহীতে রেলপথ অবরোধ, সারা দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ
কমনওয়েলথ মহাসচিব জানান, চলতি মাসেই ঢাকায় একটি যুব কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি বলেন, সংগঠনের ১৫০ কোটি তরুণ জনগোষ্ঠীকে বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, শিক্ষার্থীদের জন্য কমনওয়েলথ বৃত্তি কার্যক্রমকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনাও রয়েছে। অধ্যাপক ইউনূস এই খাতে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক জ্যেষ্ঠ সচিব লামিয়া মোর্শেদ এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম।

এসআই

Wordbridge School
Link copied!