• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এডিস মশার বিস্তার রোধে দ্বিগুণ কীটনাশন প্রয়োগ করবে ডিএসসিসি


নিজস্ব প্রতিবেদক:  জুন ১১, ২০২৫, ০৬:৩০ পিএম
এডিস মশার বিস্তার রোধে দ্বিগুণ কীটনাশন প্রয়োগ করবে ডিএসসিসি

ঢাকা : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এডিস মশার বিস্তার রোধে প্রতিদিন দ্বিগুণ হারে কীটনাশক প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১১ জুন) কারওয়ান বাজারে ঢাকা ওয়াসা ভবনে ডিএসসিসির এলাকায় এডিস মশার বিস্তার রোধে করণীয় নির্ধারণ ও কর্মপরিকল্পনা প্রণয়ন এবং করোনা মোকাবিলায় এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া সভাপতিত্ব করেন।

সভায় এডিস মশার বিস্তার রোধে আগামী ১৪ জুন থেকে ডিএসসিসি এলাকায় অ্যাডাল্টিসাইডিং কার্যক্রমে (ফগার মেশিন দ্বারা পরিচালিত) বর্তমানে ব্যবহৃত ৩০ লিটার কীটনাশকের পরিবর্তে দ্বিগুণ পরিমাণ অর্থাৎ প্রতিদিন ৬০ লিটার কীটনাশক ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, করপোরেশন সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিশাত পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

পিএস

Wordbridge School
Link copied!