ঢাকা : যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ জব্দ করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইনভেস্টিগেটিভ ইউনিটের (আই-ইউনিট) বরাতে বুধবার (১১ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, এনসিএর একজন মুখপাত্র আই-ইউনিটকে সম্পত্তি জব্দের আদেশটি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আমরা নিশ্চিত করতে পারি যে, একটি চলমান দেওয়ানি তদন্তের অংশ হিসেবে এনসিএ বেশ কয়েকটি সম্পত্তির বিরুদ্ধে জব্দাদেশ নিশ্চিত করেছে। এর ফলে কার্যকরভাবে সাইফুজ্জামান চৌধুরী আর এই সম্পত্তিগুলো বিক্রি করতে পারবেন না বলেও জানানো হয়েছে আল জাজিরার প্রতিবেদনে।
জানা গেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন সাইফুজ্জামান। জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে পালিয়ে যান এই সাবেক ভূমিমন্ত্রী।
গত বছর আল জাজিরার এক অনুসন্ধানে জানা যায়, ৫৬ বছর বয়সী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে ৩৫০টিরও বেশি সম্পত্তির মালিক। যদিও এনসিএর পদক্ষেপের পুরো মাত্রা এখনো পরিষ্কার নয়, তবে আই-ইউনিট নিশ্চিত করেছে সাইফুজ্জামান চৌধুরীর লন্ডনের সেন্ট জন’স উড এলাকায় ১.১ কোটি পাউন্ড (১৪.৮ মিলিয়ন ডলার) মূল্যের একটি বিলাসবহুল বাড়িও এই সম্পত্তি জব্দের অন্তর্ভুক্ত।
পিএস







































