• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জ্বালানি উপদেষ্টা

সুযোগ থাকলে ঢাকায় বাসাবাড়িতে গ্যাস বন্ধ করে দিতাম


নিজস্ব প্রতিবেদক:  জুন ১৩, ২০২৫, ০৭:০২ পিএম
সুযোগ থাকলে ঢাকায় বাসাবাড়িতে গ্যাস বন্ধ করে দিতাম

ঢাকা : অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বাসাবাড়িতে নতুন করে গ্যাস সংযোগ দেওয়া কেয়ামত পর্যন্ত বন্ধ রাখা উচিত। সুযোগ থাকলে ঢাকার সব বাড়িতে গ্যাস সংযোগ বন্ধ করে দিতাম।

শুক্রবার (১৩ জুন) দুপুরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দুটি গ্যাসকূপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এমন মন্তব্য করেন।

ফাওজুল কবির খান বলেন, গৃহস্থালিতে পাইপলাইনের গ্যাস ব্যবহারে অপচয় করা হচ্ছে। আমার পক্ষে যদি সম্ভব হতো, তাহলে ঢাকার সব বাড়িতে গ্যাস সংযোগ বন্ধ করে দিতাম।

সিলেটের যেসব এলাকা থেকে গ্যাস উত্তোলন হয়, সেসব এলাকার বাসিন্দারা তাদের বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার জন্য দীর্ঘদিন দাবি জানিয়ে আসছেন।

এ ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা - এমন প্রশ্নের জবাবে জ্বালানি উপদেষ্টা বলেন, শিল্প কারখানা যেখানে গ্যাস পাচ্ছে না, সেখানে বাসাবাড়িতে গ্যাস দেওয়া অপচয়। নতুন করে আর গৃহস্থালিতে গ্যাস সংযোগ দেওয়া হবে না। কেয়ামত পর্যন্ত এই সুযোগ বন্ধ রাখা উচিত। তবে যেসব এলাকায় গ্যাস উত্তোলন করা হয়, সেসব এলাকায় স্বল্প মূল্যে সিলিন্ডার গ্যাস সরবরাহ করবে সরকার।

পিএস

Wordbridge School
Link copied!