• ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ঢাকায় প্রথমবার জাতিসংঘের গুম কমিশন


নিজস্ব প্রতিবেদক জুন ১৬, ২০২৫, ০৩:০৫ পিএম
ঢাকায় প্রথমবার জাতিসংঘের গুম কমিশন

ঢাকা : জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের দুই সদস্য চার দিনের সফরে ঢাকায় এসেছেন। সংস্থাটির কোনো সদস্যের এটিই প্রথম বাংলাদেশ সফর।

গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের ভাইস চেয়ার গ্রাজিনা বারানোস্কা ও আনা লোরেনা ডেলগাদিলো পেরেজ গতকাল রোববার (১৫ জুন) ঢাকায় পৌঁছেছেন।

ঢাকা সফরকালে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী, গুম কমিশনের সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গুমের শিকার হওয়া পরিবারের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাদের।

সব আনুষ্ঠানিকতা শেষে গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের দুই সদস্যের আগামী ১৮ জুন ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!