• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্বামীসহ সাবেক হাইকমিশনারের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক:  জুন ১৬, ২০২৫, ০৫:৪০ পিএম
স্বামীসহ সাবেক হাইকমিশনারের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

ঢাকা : সাবেক যুক্তরাজ্য হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং তার স্বামী জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে প্রায় দুই হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমান মিলেছে  বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৬ জুন) দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন এ তথ্য জানান।

দুদক চেয়ারম্যান বলেন, "সংশ্লিষ্ট ব্যক্তিরা পরস্পর যোগসাজশে জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড ছাড়াও আরও ১২টি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ভুয়া সংগঠনের নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে এ অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার করেছেন। মোট প্রায় ২ হাজার কোটি টাকা পাচার করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে।"

দুদক চেয়ারম্যান বলেন, যেসব আর্থিক প্রতিষ্ঠান থেকে এসব ঋণ নেওয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল), ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এনবিএল, ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক এবং এবি ব্যাংক।

এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলেও জানান তিনি।

পিএস

Wordbridge School
Link copied!