• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিদেশ থেকে বিনা শুল্কে আনা যাবে যত পণ্য 


আন্তর্জাতিক ডেস্ক জুন ১৯, ২০২৫, ০৩:০৪ পিএম
বিদেশ থেকে বিনা শুল্কে আনা যাবে যত পণ্য 

ঢাকা : ব্যাগেজ রুলস সুবিধায় বিদেশ থেকে ফেরা যাত্রীরা এখন থেকে ১৯ ধরণের পণ্য বিনা শুল্কে দেশে নিয়ে আসতে পারবেন। আর ১১ ধরণের পণ্য শুল্ক পরিশোধ করে আনতে পারবেন। এ জন্য কোনো ঋণপত্র (এলসি) খুলতে হবে না। সরকার ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এই সুবিধা রেখেছে।

জানা যায়, যেসব যাত্রীর বয়স ১২ বছর বা এর চেয়ে বেশি তারা ৬৫ কেজি পর্যন্ত ওজনের ব্যাগেজ শুল্ক-কর ছাড়া খালাস করতে পারবেন। তবে বয়স ১২ বছরের নিচের হলে ওই যাত্রী ৪০ কেজি ব্যাগেজ বিনা শুল্কে খালাস করতে পারবে।

বিনা শুল্কে যে ১৯ ধরনের পণ্য আনা যাবে সেগুলো হলো :

সর্বোচ্চ দুটি ব্যবহৃত মোবাইল ফোন ও একটি নতুন মোবাইল, ২৯ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন, ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার, স্ক্যানার, ভিডিও ক্যামেরা ও ডিজিটাল ক্যামেরা, সেলাই মেশিন, টেবিল ফ্যান, খেলাধুলার জিনিস, এক কার্টন সিগারেট, ১০০ গ্রাম পর্যন্ত সোনার গয়না, মিউজিক সিস্টেম (সিডি ও স্পিকারসহ),১৫ বর্গমিটার আয়তনের কার্পেট, মাইক্রোওয়েভ, রাইস কুকার, প্রেসার কুকার, গ্যাস ওভেন, ব্লেন্ডার এবং কফি মেকারসহ বিভিন্ন কিচেন অ্যাপ্লায়েন্স। 

শুল্ক দিয়ে আনা যাবে যেসব পণ্য সেগুলো হলো : 

সর্বোচ্চ ১১৭ গ্রাম ওজনের একটি সোনার বার (শুল্ক প্রতি ভরিতে ৫ হাজার টাকা), ২৩৪ গ্রাম বা ২০ তোলা রৌপ্যবার, ৩০ ইঞ্চির বেশি টেলিভিশন, হোম থিয়েটার, রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজ, এয়ারকন্ডিশনার,ঝাড়বাতি, এইচডি ক্যামেরা, ডিশ অ্যানটেনা, ডিশওয়াশার, ওয়াশিং মেশিন এবং ক্লথ ড্রায়া

এবারের বাজেটে বিদেশ থেকে ফেরার সময় বছরে একবার সর্বোচ্চ ১১৭ গ্রাম ওজনের একটি করে সোনার বার আনতে পারবেন। সোনার বার আনার ক্ষেত্রে প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) শুল্ক ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগে একজন যাত্রী বিদেশ থেকে দেশে ফেরার সময় যতবার খুশি ততবার ১০০ গ্রাম ওজনের সোনার গয়না বিনা শুল্কে আনতে পারতেন। তবে এখন থেকে একজন যাত্রী বছরে মোট ১০০ গ্রাম ওজনের সোনার গয়না বিনা শুল্কে আনতে পারবেন।

পিএস

Wordbridge School
Link copied!