ঢাকা : ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন কর্মকর্তা-কর্মচারীরা। রোববার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে অর্থ মন্ত্রণালয় ভবনের নিচ থেকে বিক্ষোভকারীরা মিছিল শুরু করেন এবং সচিবালয়ের বিভিন্ন পথ পরিক্রমা করেন।
এদিন কর্মকর্তা-কর্মচারীরা ‘লড়াই ছাড়া মুক্তি নেই’, ‘বাতিল করতেই হবে কালো আইন’—এমন বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীরা জানান, গত ২৫ মে ঘোষিত এই অধ্যাদেশ সরকারি কর্মচারীদের জন্য নিপীড়নমূলক এবং এতে চাকরির নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
অধ্যাদেশ অনুযায়ী চারটি নির্ধারিত শৃঙ্খলা লঙ্ঘনের ঘটনায় কোনো ধরনের বিভাগীয় তদন্ত ছাড়াই, কেবল কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুতির ব্যবস্থা রাখা হয়েছে। যা সরকারি চাকরি বিধির বিরুদ্ধে বলে অভিযোগ কর্মীদের। আন্দোলনকারীদের মতে এটি শুধুমাত্র একটি অধ্যাদেশ নয়, এটি চাকরিজীবীদের স্বাধীন মতপ্রকাশ ও নিরাপদ কর্মপরিবেশের ওপর সরাসরি আঘাত।
সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম বলেন, এই অধ্যাদেশের কোনো অংশ আমরা মানি না। এটি পুরোপুরি বাতিল করতে হবে। সংশোধন বা পরিমার্জনের প্রশ্নই আসে না। আমরা এখনও সরকারের পক্ষ থেকে কোনো আলোচনার ডাক পাইনি, যদিও প্রজ্ঞাপনে আলোচনা করার কথাই বলা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (২০ জুন) বিক্ষোভকারীরা সচিবালয়ের বিভিন্ন অংশে মিছিল করেন এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। দাবি আদায়ে আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার ঘোষণা দেন তারা।
পিএস