• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের


নিজস্ব প্রতিবেদক: জুন ২২, ২০২৫, ০৩:৪৪ পিএম
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

ঢাকা: নবীন কর্মকর্তাদের সততা, শৃঙ্খলা ও আত্মত্যাগের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (২২ জুন) সকালে চট্টগ্রাম নেভাল একাডেমিতে নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ নৌবাহিনী একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও ত্রিমাত্রিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে। দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, সম্পদ সুরক্ষা ও সমুদ্রপথে অপরাধ দমনেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কুচকাওয়াজে সেনাপ্রধান জিপে করে প্যারেড পরিদর্শন করেন। নবীন কর্মকর্তাদের আটটি প্লাটুন তাকে সালাম জানায়। সেনাপ্রধান প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে ৫২ জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। এর মধ্যে ৪৪ জন মিডশিপম্যান এবং ৮ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার। কমিশনপ্রাপ্তদের মধ্যে ৮ জন নারী এবং চারজন বিদেশি কর্মকর্তা রয়েছেন।

অনুষ্ঠানে তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, নবীন কর্মকর্তাদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আইএ

Wordbridge School
Link copied!