• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

বিএসআরএফ সভাপতি মাসউদুল বাদল সাধারণ সম্পাদক নির্বাচিত


নিজস্ব প্রতিবেদক জুন ২২, ২০২৫, ০৮:৫৫ পিএম
বিএসআরএফ সভাপতি মাসউদুল বাদল সাধারণ সম্পাদক নির্বাচিত

ঢাকা: বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন মাসউদুল (ইউএনবি), সাধারণ সম্পাদক নির্বাচিত উবায়দুল্লাহ বাদল (কালের কণ্ঠ)। উৎসবমুখর আয়োজনের মধ্যদিয়ে জাতীয় প্রেসক্লাবে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।

সভাপতি পদে বিজয়ী মাসউদুল হক পেয়েছেন ৭৭ ভোট, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফসিহ উদ্দিন মাহতাব পেয়েছেন ৭০ ভোট। সহসভাপতি পদে মাইনুল হাসান পিন্নু ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিউল্লাহ সুমন পেয়েছেন ৭৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। তাদের মধ্যে উবায়দুল্লাহ বাদল ৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহেদী আজাদ মাসুম পেয়েছেন ৪৯ ভোট, অপর প্রার্থী আকতার হোসেন পেয়েছেন ৪১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ৮১ ভোট পেয়ে মাহমুদ আকাশ ও অর্থ সম্পাদক পদে ৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এমএইচ রবিন।

অন্যদিকে ঝর্ণা রায় যুগ্ম সম্পাদক পদে, গৌতম চন্দ্র ঘোষ দপ্তর সম্পাদক পদে, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ফারুক আলম বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্যের ৮টি পদে নির্বাচিত হয়েছেন, মোঃ রবিউল ইসলাম, তোফাজ্জল হোসেন, আসাদ আল মাহমুদ, মতিন আব্দুল্লাহ, আয়নাল হোসেন, রাকিব হাসান, শফিকুল ইসলাম ও রেজাউর রহিম।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

এআর

Wordbridge School
Link copied!