ঢাকা : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের জন্য, মানুষের জন্য এবং নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে আত্মোৎসর্গকারী চার স্কাউটের অবদান কখনো ভুলবার নয়। এমন আত্মত্যাগ বিশ্ব স্কাউট ইতিহাসেও বিরল।
সোমবার (২৩ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশ স্কাউটস আয়োজিত ‘কাব কার্নিভাল’ ও ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে। দেশের জন্য চারজন স্কাউট জীবন দিয়েছেন। স্কাউটিং ইতিহাসে এমন নজির আর কোথাও নেই। এটি আমাদের গর্বিত করে।”
তিনি আরও বলেন, “স্কাউটিং শুধু একটি সহশিক্ষা কার্যক্রম নয়, বরং এটি একজন মানুষকে নিজের ভেতরকার শক্তি, সম্ভাবনা ও মূল্যবোধ চিনতে শেখায়। ছাত্রজীবন সাধারণত পড়ালেখা আর পরীক্ষার গণ্ডিতেই আবদ্ধ থাকে। কিন্তু স্কাউটিং সেই বাঁধ ভেঙে নিজের সঙ্গে নিজেকে পরিচয় করিয়ে দেয়।”
ড. ইউনূস আরও বলেন, স্কাউটিংয়ের এই চর্চা শুধু নিজের বিকাশর জন্য নয়, অন্যদের জীবনেও প্রভাব ফেলতে পারে। এটা একজন নাগরিকের দায়িত্ববোধ, নেতৃত্বগুণ ও সহানুভূতির চর্চার ক্ষেত্র তৈরি করে।
পিএস







































