• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাংলাদেশের পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা


নিজস্ব প্রতিবেদক:  জুন ২৮, ২০২৫, ০৮:৩০ এএম
বাংলাদেশের পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা

ঢাকা : বাংলাদেশের কয়েকটি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। এই তিন পণ্য হলো- বোনা কাপড়, পাট ও সুতার পণ্য। শুক্রবার (২৭ জুন) ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের বরাত দিয়ে এ খবর প্রকাশ করে টাইম অব ইন্ডিয়া।

ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তে স্থলবন্দর দিয়ে কোনো পণ্য আমদানি হবে না বাংলাদেশ থেকে। শুধুমাত্র নাহভা শেভা সমুদ্রবন্দর দিয়ে নির্দিষ্ট এসব পণ্য আমদানি করা যাবে। নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়া পণগুলোর মধ্যে রয়েছে পাটজাত পণ্য, একাধিক ভাঁজের বোনা কাপড়, একক শণ সুতা, পাটের একক সুতা, ব্লিচ না করা পাটের বোনা কাপড়।

এর আগে, গত মে মাসে নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত। ওই সময় এই পণ্য শুধুমাত্র মহারাষ্ট্রের নাহভা শেভা এবং কলকাতা বন্দর দিয়ে আমদানির সুযোগ রেখেছিল দেশটি। ভারতে প্রায় ৭০০ মিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ।

পিএস

Wordbridge School
Link copied!