ঢাকা : ঢাকায় বিরাজ করছে মেঘলাচ্ছনা আকাশ। এরই মাঝে রাজধানীর কিছু এলাকায় বৃষ্টি হতে দেখা গেছে। বৃষ্টির পরিমাণ সামান্য হলেও রাজধানীর বাতাস আজ সহনীয় পর্যায়ে রয়েছে।
রোববার (২৯ জুন) সকাল ৯টা ৩২ মিনিটে ঢাকার বাতাস ৭৬ স্কোর নিয়ে সহনীয় পর্যায়ে রয়েছে। বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার সূত্রে এ তথ্য জানা গেছে।
আইকিউ সূত্রে জানা যায়, রোববার ঢাকার বায়ুর মান ৭৬ স্কোর নিয়ে বিশ্বে বায়ু দূষণ তালিকার ২১তম স্থানে অবস্থান করছে।
একই সময়ে বিশ্বে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটি ১৭১ স্কোর নিয়ে বায়ু দূষণের শীর্ষে উঠে আসে। কঙ্গোর কিংশাসা ১৫৭ স্কোর নিয়ে দ্বিতীয়,ইন্দোনেশিয়ার জাকার্তা ১৫২ স্কোর নিয়ে তৃতীয়, চিলির সান্তিয়াগো ১৫১ স্কোর নিয়ে চতুর্থ এবং আফগানিস্তানের কাবুল শহর ১৪৭ স্কোর নিয়ে বায়ু দূষণের তালিকায় পঞ্চম স্থানে উঠেছে।
এছাড়া আরব আমিরাতের দুবাই ১৩৪ স্কোর নিয়ে ষষ্ঠ, চীনের বেইজিং ১২৮ স্কোর নিয়ে সপ্তম, ভারতের দিল্লি ১১৩ স্কোর নিয়ে অষ্টম, ইন্দোনেশিয়ার মেদান ১০৮ স্কোর নিয়ে নবম এবং ইরাকের বাগদাগ ১০৭ স্কোর নিয়ে বিশ্বে বায়ু দূষণের দশম স্থানে অবস্থান করছে।
তথ্য মতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।
পিএস







































