• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পার্কিংয়ে থাকা বোয়িং বিমানকে লাগেজ ট্রলির ধাক্কা


নিজস্ব প্রতিবেদক:  জুলাই ২, ২০২৫, ১০:১৮ এএম
পার্কিংয়ে থাকা বোয়িং বিমানকে লাগেজ ট্রলির ধাক্কা

ঢাকা : পার্কিং করা অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে ধাক্কা দিয়েছে একটি লাগেজ ট্রলি। এতে বিমানটির বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। 

দায়িত্বশীল সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাংকক থেকে ঢাকায় আসা বিজি-৩৮৯ ফ্লাইটটি সন্ধ্যা ৬টার দিকে অবতরণ করে। পার্কিং বে’তে থামার পর যাত্রী নামানো হয় এবং লাগেজ সংগ্রহের জন্য একটি খাঁচা ট্রলি সেখানে আনা হয়।

সেই সময় পাশের পার্কিং বে’তে অবস্থানরত একটি ড্যাশ ৮ উড়োজাহাজ উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। প্লেনটি ডানে ঘুরলে তার পাখার সৃষ্ট তীব্র বাতাসে খাঁচা ট্রলিটি উড়ে গিয়ে পার্ক করা বোয়িং ৭৩৭ বিমানে গিয়ে আঘাত করে।

বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর জানান, ট্রলিটি চলন্ত অবস্থায় ছিল না। তীব্র বাতাসে সেটি সরে গিয়ে প্লেনের গায়ে ধাক্কা দেয়। তবে ট্রলি আঘাত করার সময় প্লেনের ভেতরে কোনো যাত্রী ছিলেন না।

পিএস

Wordbridge School
Link copied!