• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জুলাইয়ের তৃতীয় পোস্টার ‘শাপলা ম্যাসাকার’ প্রকাশ


নিজস্ব প্রতিবেদক:  জুলাই ৩, ২০২৫, ০১:০২ পিএম
জুলাইয়ের তৃতীয় পোস্টার ‘শাপলা ম্যাসাকার’ প্রকাশ

ঢাকা : জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশ করা হয়েছে জুলাইয়ের তৃতীয় পোস্টার। এই পোস্টারের নাম দেওয়া হয়েছে `শাপলা ম্যাসাকার'। বৃহস্পতিবার (০৩ জুলাই) প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজে এই পোস্টার প্রকাশ করা হয়।

প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজে বলা হয়েছে, ‘জুলাই ২০২৪ এর অন্যতম যোদ্ধা শিল্পী দেবাশিস চক্রবর্তী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে দশটি পোস্টার এঁকেছেন। এই দশটি পোস্টারে ফুটে উঠবে কেন জুলাই অনিবার্য হয়ে উঠেছিল এবং জুলাইয়ে কী ঘটেছিল। প্রতিদিন ধারাবাহিকভাবে একটি করে পোস্টার প্রকাশ করা হবে। আজকে জুলাইয়ের তৃতীয় পোস্টারটি প্রকাশ করা হলো।’

প্রতিদিন এরকম ধারাবাহিকভাবে একটি করে পোস্টার প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে পোস্টে।

এর আগে বুধবার (২ জুলাই) প্রকাশ করা হয় জুলাইয়ের দ্বিতীয় পোস্টার ‘বিডিআর ম্যাসাকার’। ১ জুলাই প্রকাশ করা হয় জুলাইয়ের প্রথম পোস্টার—যার শিরোনাম ছিল—‘রাষ্ট্রীয় মদদে গুম’। 

পিএস

Wordbridge School
Link copied!