• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রোহিঙ্গা ক্যাম্পে ইসলামী প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিচ্ছে তুরস্ক


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৭, ২০২৫, ০৬:৫৩ পিএম
রোহিঙ্গা ক্যাম্পে ইসলামী প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিচ্ছে তুরস্ক

সংগৃহীত ছবি

ঢাকা: রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ইমামদের প্রশিক্ষণ দেবে তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধান ও গাইডলাইন অনুসরণে এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হবে।

 সোমবার (৭ অক্টোবর) সচিবালয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে দিয়ানাত ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দলের বৈঠকে এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের প্রধানরা একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

বৈঠকে ধর্ম উপদেষ্টা বলেন, তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও দীর্ঘদিনের। বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় তুরস্ক সরকার ও দিয়ানাত ফাউন্ডেশনের সহযোগিতা দেশটির প্রতি বাংলাদেশের আস্থার প্রতিফলন। তিনি বলেন, “বাংলাদেশ তুরস্কের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে এবং ভবিষ্যতে এই সহযোগিতা আরও বাড়বে বলে আমরা আশা করি।”

দিয়ানাত ফাউন্ডেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার রেসেপ সুকুর বলকান বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়নে তাদের সংস্থা কাজ করতে আগ্রহী। তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে মসজিদের ইমামদের প্রশিক্ষণ, তাদের আয়বর্ধক কার্যক্রমে সম্পৃক্তকরণ, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন ও পরিবেশের উন্নয়নমূলক কাজের মাধ্যমে দিয়ানাত ফাউন্ডেশন বাংলাদেশে কার্যক্রম শুরু করতে চায়।

তিনি আরও জানান, রোহিঙ্গা ক্যাম্পের বাইরেও মানবসেবায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কাজ করার পরিকল্পনা রয়েছে তাদের।

বৈঠকে ধর্ম উপদেষ্টা দিয়ানাত ফাউন্ডেশনকে বাংলাদেশে কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার আহ্বান জানান এবং সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন ও দিয়ানাত ফাউন্ডেশনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নের বিষয়টি দ্রুত এগিয়ে নেওয়ার অনুরোধ করেন তিনি।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, তুরস্ক দূতাবাসের ধর্মীয় সেবা সমন্বয়কারী ও দিয়ানাত ফাউন্ডেশনের দক্ষিণ এশিয়া–প্যাসিফিক সমন্বয়কারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএইচ
 

Wordbridge School
Link copied!