• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি, উদ্বিগ্ন নয় সরকার’


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৬, ২০২৫, ০৭:০১ পিএম
‘জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি, উদ্বিগ্ন নয় সরকার’

ছবি : সংগৃহীত

ঢাকা: দেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহযোগিতা না করতে জাতিসংঘকে চিঠি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তবে এই চিঠি নিয়ে সরকার উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, ‘জাতিসংঘে পাঠানো চিঠি দিয়ে কোনো কাজ হবে না। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের চিঠি নিয়ে আমরা চিন্তিত নই।’ 

এর আগে শনিবার ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো চিঠিতে আওয়ামী লীগ আহ্বান জানিয়েছে, বাংলাদেশে নির্বাচনের অবাধ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত হওয়া পর্যন্ত জাতিসংঘ ও ইউএনডিপির নির্বাচনী সহযোগিতা স্থগিত রাখা হোক। চিঠিটি দলের পক্ষ থেকে পাঠিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
 
চিঠিতে বলা হয়েছে, ‘সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতাকে উৎসাহিত করার এবং যে কোনো নির্বাচনী সম্পৃক্ততার মূলভিত্তি হিসেবে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছি।’

দলটি আরও জানিয়েছে, বাংলাদেশে ইউএনডিপির নির্বাচনী সহযোগিতা, ব্যালট প্রজেক্ট এবং আসন্ন নির্বাচনের বিষয়ে সংস্থার প্রাতিষ্ঠানিক সহায়তা নির্বাচনের অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য হওয়ার মানদণ্ড পূরণ করছে না। এমন সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের মূলনীতি লঙ্ঘনের ঝুঁকি তৈরি করছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!