• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভোটার এলাকা পরিবর্তনের শেষ সুযোগ ১০ নভেম্বর, আবেদন যেভাবে


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৮, ২০২৫, ০৬:৫৮ পিএম
ভোটার এলাকা পরিবর্তনের শেষ সুযোগ ১০ নভেম্বর, আবেদন যেভাবে

ফাইল ছবি

ঢাকা: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটাররা তাদের ভোটার এলাকা পরিবর্তন বা মাইগ্রেশন করতে পারবেন। এ আবেদন করার শেষ তারিখ নির্ধারিত হয়েছে ১০ নভেম্বর। সম্প্রতি নির্বাচন কমিশনের সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য কর্মকর্তা মো. রুহুল জামিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভোটার এলাকা পরিবর্তনের জন্য ফরম-১৩ যথাযথভাবে পূরণ করতে হবে। পূরণকৃত ফরম সশরীরে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে জমা দিতে হবে। ফরমটি ecs.gov.bd ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যাবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা ১৮ নভেম্বর প্রকাশ করা হবে। এর আগে ৪ নভেম্বর কমিশন সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের কাছে নির্দেশিকা প্রেরণ করেছে। চিঠিতে বলা হয়েছে, নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে আবাসস্থল পরিবর্তনের কারণে জমা হওয়া ভোটার স্থানান্তরের আবেদন প্রক্রিয়াকরণ ও নিষ্পত্তি করার সময়সূচি অনুমোদন করা হয়েছে।

নির্বাচন কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ভোটার এলাকা পরিবর্তন করতে চাইলে ফরম-১৩ পূরণ করে নিজ এলাকার উপজেলা বা থানা নির্বাচন অফিসে জমা দিতে হবে।

এসএইচ 

Wordbridge School
Link copied!