• ঢাকা
  • শুক্রবার, ০৯ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিদায়ের বছরে শোকের দীর্ঘ তালিকায় উজ্জ্বল মুখগুলো


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৩০, ২০২৫, ০৬:৩২ পিএম
বিদায়ের বছরে শোকের দীর্ঘ তালিকায় উজ্জ্বল মুখগুলো

ফাইল ছবি

বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৫ সাল। সামনে নতুন বছর ২০২৬। কিন্তু বিদায়ী বছরটি রেখে যাচ্ছে গভীর বিষাদের স্মৃতি। রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি ও সমাজ অঙ্গনের বহু পরিচিত মুখকে হারিয়েছে দেশ। নিজ নিজ ক্ষেত্রে যাঁরা ছিলেন পথপ্রদর্শক, তাঁদের শূন্যতা নতুন বছরেও দীর্ঘদিন অনুভূত হবে।

বছরের শেষ প্রান্তে এসে সবচেয়ে বড় ধাক্কা দেয় বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু। মঙ্গলবার ৩০ ডিসেম্বর সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

আগামীকাল বুধবার ৩১ ডিসেম্বর দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে আনুমানিক বেলা সাড়ে ৩টায় শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে তাঁকে। তাঁর মৃত্যুতে আগামীকাল থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। জানাজার দিন সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে।

চলতি মাসের ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন তিনি। ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনে গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়, সেখানেই তাঁর মৃত্যু হয়।

বছরজুড়ে একে একে হারিয়ে গেছেন দেশের বহু গুণী মানুষ। বিদায়ী বছরের শুরুতেই ৪ জানুয়ারি মারা যান খ্যাতিমান অভিনেত্রী ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান। দীর্ঘ অসুস্থতার পর ৫৮ বছর বয়সে না-ফেরার দেশে পাড়ি জমান তিনি।

পরদিন ৫ জানুয়ারি মারা যান প্রখ্যাত অভিনেতা প্রবীর মিত্র। ৮১ বছর বয়সী এই অভিনেতা ১৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

১৩ মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ইন্তেকাল করেন। মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

২৫ মার্চ রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা, রবীন্দ্রগবেষক ও সংগীতজ্ঞ সন্‌জীদা খাতুন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

৭ সেপ্টেম্বর মারা যান লেখক, গবেষক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর। ৯৪ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

১৩ সেপ্টেম্বর দেশের সংগীতাঙ্গন হারায় লালনসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনকে। দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি। ৫৫ বছরের সংগীতজীবন রেখে বিদায় নেন এই বরেণ্য শিল্পী।

১০ অক্টোবর ইন্তেকাল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বিদায়ী ২০২৫ সাল যেন বিদায়ের বছর হয়ে রইল। রাজনীতি থেকে সংস্কৃতি, শিক্ষা থেকে সমাজ—প্রতিটি অঙ্গন হারিয়েছে তার শক্ত স্তম্ভদের। তাঁদের কাজ, চিন্তা ও অবদানই হয়ে থাকবে ভবিষ্যতের পথচলার প্রেরণা।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!