• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তারেকের মেয়ে লন্ডনে টিউলিপের পক্ষে কাজ করে: জাফরুল্লাহ (ভিডিও)


নিউজ ডেস্ক জানুয়ারি ৮, ২০২০, ১০:২৯ এএম
তারেকের মেয়ে লন্ডনে টিউলিপের পক্ষে কাজ করে: জাফরুল্লাহ (ভিডিও)

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে দেশে এসে বিএনপির কর্মী হিসেবে যোগ দেয়ার পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তারেকের উদ্দেশে তিনি বলেছেন, ‘স্কাইপেতে দল পরিচালনা বাদ দিয়ে তার উচিত এখানে যারা দল চালাচ্ছে তাদের ওপর দায়িত্ব দেয়া।’ সম্প্রতি এক সাক্ষাৎকারে জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।

সাক্ষাৎকারে জাফরুল্লাহ চৌধুরী বলেন, জাইমা ব্যারিস্টার হয়েছে। এখন যদি সে দেশে এসে বিএনপির কর্মী হয়ে কাজ শুরু করে তাহলে দলের জন্য ভালো হবে। তিনি আরও বলেন, আমি মনে করি জাইমার রাজনৈতিক বিচক্ষণতা ও দূরদর্শিতা রয়েছে। যুক্তরাজ্যের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ সিদ্দিকীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছে জাইমা। এদিকে খালেদা জিয়ার জামিনের বিষয়ে এক সময় আশাবাদী হলেও এখন ডা. জাফরুল্লাহ মনে করেন তিনি ভুল বুঝেছিলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমি ন্যায়নীতির পক্ষের মানুষ। তার যে অপরাধের কথা বলা হচ্ছে সেজন্য জামিন হতে পারে তা দেশের বিজ্ঞ আইনজীবীরাও বলছেন। অথচ তার জামিন হয়নি। মানবিক দিক বিবেচনা করেও তার জামিন হতে পারে। আর মানবিক দিক বিবেচনা করে অনেক খুনের আসামিরও জামিন হয়েছে। সেখানে তার বিরুদ্ধে যে অভিযোগ সেটির এখনও চূড়ান্ত রায় হয়নি। আত্মসাতের যে টাকার কথা বলা হচ্ছে তা তিনি খরচ করেননি। সেই টাকা এখন বেড়ে ৭ থেকে ৮ কোটি টাকা হয়ে গেছে।

খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে একজন মনোরোগ বিশেষজ্ঞ ও ফিজিওথেরাপিস্ট থাকা উচিত ছিল জানিয়ে তিনি বলেন, নেত্রীর মনোরোগ বিশেষজ্ঞ রাখা হয়নি। তার প্রধান রোগটিই হচ্ছে মানসিক অবসাদ। অথচ সে টিমে মনোরোগ বিশেষজ্ঞ ছিল না। তাই ওই মেডিকেল রিপোর্ট অসম্পূর্ণ। যে কমিটি করা হয়েছে আমার কাছে মনে হয়েছে তা অসম্পূর্ণ। কারণ সেখানে মনোরোগবিদ বা মনোবিজ্ঞানের কোনো লোককে রাখা হয় নাই। স্নায়ুজনিত রোগ কিন্তু মনোবিজ্ঞানের রোগ না। সেটা রাখা হয় নাই।

উল্লেখ্য, যুক্তরাজ্যের এবারের সাধারণ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত কমপক্ষে ১০ জন প্রার্থী লড়াইয়ে রয়েছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক। উত্তর-পশ্চিম লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসনটি ধরে রাখার জন্য লড়ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি টিউলিপ সিদ্দিক। অন্যদিকে বৃটেনে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র মেয়ে জাইমা রহমান টিউলিপের প্রচারনায় অংশ নিয়েছিলেন বলে জানা যায়।

সোনালীনিউজ/ঢাকা/এসএস

Wordbridge School
Link copied!