• ঢাকা
  • বুধবার, ২৯ মে, ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকারের মদদে কুমিল্লায় হামলা : ফখরুল


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৭, ২০২১, ০৪:১৪ পিএম
সরকারের মদদে কুমিল্লায় হামলা : ফখরুল

ঢাকা : সরকারের মদদে কুমিল্লা পূজামণ্ডপে হামলার ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৭ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশে কুমিল্লাসহ বিভিন্ন পূজামণ্ডপে সরকারের মদদে হামলা হয়েছে। পুলিশ যদি ব্যবস্থা নিত তাহলে একটি ঘটনাও ঘটতো না।

বিএনপি মহাসচিব বলেন, জাতীয়তাবাদী দল সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছে। আমরা যখন ক্ষমতায় ছিলাম, তখন এ ধরনের ঘটনা ঘটেনি। দুর্ভাগ্যজনকভাবে এ সরকার আসার পর থেকে তাদের ক্ষমতা টিকে রাখার জন্য সবসময় বিভিন্ন রকমের সমস্যা তৈরি করছে।

তিনি বলেন, কুমিল্লার ঘটনা সরকারি একটি মহলের ইঙ্গিতে হয়েছে। যা দেশের ভাবমূর্তিকে বিনষ্ট করছে। সরকার এ সঙ্কট থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে সরিয়ে নিতে চেষ্টা করছে। যা কখনোই গ্রহণযোগ্য নয়।

ফখরুল বলেন, আমরা সবসময় এ বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছেন, তাদের পাশে আমরা ভাইয়ের মতো সবসময় দাঁড়াই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।

সোনালীনিউজ/এমটিআই

 

Wordbridge School
Link copied!