• ঢাকা
  • সোমবার, ১৭ জুন, ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
ওবায়দুল কাদের

ভুয়া সাংবাদিকদের ব্যাপারে সতর্ক থাকতে হবে


নিজস্ব প্রতিবেদক মে ২৬, ২০২৪, ১২:৫৪ পিএম
ভুয়া সাংবাদিকদের ব্যাপারে সতর্ক থাকতে হবে

ঢাকা : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা করে কিছু লোক মহান এ পেশাকে অসম্মান করছে।’ এমনটি যেন কেউ না করতে পারে, এজন্য সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।  

রোববার (২৬ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সাংবাদিকতার নামে, সাংবাদিকের নামে লেখা নেই, পড়া নেই। সংবাদ বোঝে না, এর ধারেকাছেও নেই—এমন অনেককে দেখি সরকারি অফিসে গিয়ে বসে থাকে। এরা সত্যিকারের সাংবাদিক নয়। এই ভুয়া সাংবাদিকদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘সত্যিকারের কোনো সাংবাদিক যাতে হেনস্থার শিকার না হয়, সে ব্যাপারে আমরা সতর্ক আছি।’

‘আওয়ামী লীগ সরকার সমালোচনার বিরোধী নয়’ উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘সমালোচনা শুদ্ধ করে। সমালোচনা আমরাও করি, কিন্তু তা গঠনমূলক হওয়া প্রয়োজন।’

এ সময় ফিলিস্তিনের গাজায় শিশু হত্যা, নারী হত্যা ও গণহত্যার সংবাদ কাভার করতে গিয়ে নিহত ১০৮ সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এমটিআই

Wordbridge School
Link copied!